36 C
Dhaka
Monday, September 21, 2020
No menu items!
More

  খুলনা-বরিশাল দুই বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স রবিবার

  নিউজ ডেস্ক: এবার খুলনা ও বরিশাল বিভাগের করোনা সম্পর্কিত খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি যুক্ত হবেন আগামীকাল রোববার। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

  সূত্র জানায়, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

  এর আগে ৫ এপ্রিল ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩টি জেলার করোনা সম্পর্কিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গতকাল পর্যন্ত ৯৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন।

  শুক্রবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

  ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের পরীক্ষা হয়েছে ১ হাজার ১৮৪টি। এ পর্যন্ত ৭ হাজার ৩৫৯টি পরীক্ষা করেছি।’

  পরে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন।’

  সর্বশেষ

  গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হলো ভিপি নুরকে

  নিউজ ডেস্ক: গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে। ডিবির যুগ্ম কমিশনার...

  বগুড়ায় ফেন্সিডিল-গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বগুড়া প্রতিবেদক: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং ওসি ডিবি মোঃ...

  বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে দুই আটক

  বগুড়া প্রতিবেদক: সোমবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সদরের কৈচর এলাকায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে আনিসুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে...

  আওয়ামী মুক্তি যোদ্ধা প্রজন্ম লীগের টংগীবাড়ী শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  টংগীবাড়ী হতে সংবাদদাতা: আজ বিকেলে টংগীবাড়ী উপজেলা শাখা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ইমরান বেপারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত...

  প্রাথমিকে প্যানেল নিয়োগের দাবিতে বগুড়ায় স্মারকলিপি প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ স্থগিত(২০১৮) সালে অনুষ্ঠিত...