36 C
Dhaka
Monday, September 28, 2020
No menu items!
More

  করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭ জন

  নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন নয় জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩২ জন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি। মোট পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি। মৃত্যু সাতজনের মধ্যে ছয়জন পুরুষ, একজন নারী। এদের মধ্যে পাঁচ জন ঢাকার ও একজন সিলেটের এবং একজন রাজশাহীর বাসিন্দা। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যেই একজন ও ১০ বছর বয়সের নিচে রয়েছে এক শিশু।

  তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৫ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ২২০ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে পাঁচ হাজার ৭৯৪টি শয্যা রয়েছে। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০২টি।

  এর আগে রোববার (২৬ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়।

  সর্বশেষ

  এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ছাত্রলীগের ৬ জনই গ্রেফতার

  নিউজ ডেস্ক: এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় ছাত্রলীগের ৬ আসামিকেই গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে...

  আমাকে ক্ষমা করে দিও তুমি: বিদায়ের মুহূর্তে মাহবুবে আলমকে স্ত্রী বিনতা

  নিউজ ডেস্ক: প্রবল কান্নার মাঝে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিদায় জানিয়েছেন স্ত্রী বিনতা মাহবুব। বিদায়ের মুহূর্তে তিনি লাশবাহী গাড়ি ধরে বারবার বলতে...

  মন খারাপ পেসার আবু জায়েদের

  নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী। ২২ সেপ্টেম্বর করা করোনা টেস্টের রিপোর্টে করোনা পজিটিভ হওয়ার খবরটি...

  “নিঃসঙ্গ শেরপা “

  ওমর ফারুক পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক হত্যার ঘটনা বিরল নয়।দেশের স্থপতি, জননায়ক, প্রধানমন্ত্রী, রাজা,সুলতান, রাজপরিবারের সদস্য অনেকেই ষড়যন্ত্রের কবলে প্রাণ...

  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাহবুবে আলমের জানাজা সম্পন্ন

  নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন হয়েছে। এখন তাকে দাফনের জন্য নেয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।