36 C
Dhaka
Monday, September 21, 2020
No menu items!
More

  করোনায় আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু

  নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য। নিহতরা হলেন- ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) ও ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।

  আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। তিনি জানান, তাদের মধ্যে একজন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অপরজন ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

  এদিকে বুধবার (২৯ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৬৩ জন। এছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১০৩ জনে।

  এর আগে গতকাল করোনা ভাইরাসে মৃতের তালিকায় পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৪০) নাম ওঠে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

  ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

  সর্বশেষ

  গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হলো ভিপি নুরকে

  নিউজ ডেস্ক: গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে। ডিবির যুগ্ম কমিশনার...

  বগুড়ায় ফেন্সিডিল-গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বগুড়া প্রতিবেদক: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং ওসি ডিবি মোঃ...

  বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে দুই আটক

  বগুড়া প্রতিবেদক: সোমবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সদরের কৈচর এলাকায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে আনিসুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে...

  আওয়ামী মুক্তি যোদ্ধা প্রজন্ম লীগের টংগীবাড়ী শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  টংগীবাড়ী হতে সংবাদদাতা: আজ বিকেলে টংগীবাড়ী উপজেলা শাখা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ইমরান বেপারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত...

  প্রাথমিকে প্যানেল নিয়োগের দাবিতে বগুড়ায় স্মারকলিপি প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ স্থগিত(২০১৮) সালে অনুষ্ঠিত...