36 C
Dhaka
Friday, September 18, 2020
No menu items!
More

  করোনায় দেশে নতুন শনাক্ত ৫৬৪, মৃত্যু আরও ৫ জনের (ভিডিও)

  নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।

  বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬২৬টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৫টি।

  তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন পাঁচজন। এর মধ্যে তিনজন পুরুষ ও নারী দু’জন। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী আছেন দু’জন, বাকি তিনজনের বয়স ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে।

  নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৬৭ জন। এ নিয়ে সর্বমোট হোম কোয়ারেন্টিনে আছেন এক লাখ ৭৭ হাজার ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ১১৫ জনকে। এ নিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন মোট নয় হাজার ২৭৪ জন।

  করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে থেকে গত ২৪ ঘটনায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট ১৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হন।

  শেষ ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮২ জন। এ নিয়ে আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৩৭ জন। সারাদেশব্যাপী ২৯টি ল্যাব থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান উপস্থাপন করা হয় বলে বুলেটিনে জানানো হয়।

  সর্বশেষ

  চিত্রনায়িকা অপুর মা শেফালি বিশ্বাস আর নেই

  বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত (১৮ সেপ্টেম্বর) ১টার কিছু পরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের...

  ওপার বাংলায় সুশান্তের মোমের মূর্তি বানালেন ভাস্কর সুকান্ত রায়

  বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে ভক্তরা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে বিভিন্নভাবে স্মরণ করছেন ও শ্রদ্ধা জানাচ্ছেন। এবার পশ্চিমবঙ্গের আসানসোলের ভাস্কর সুকান্ত রায় নিজের...

  শুভর সিক্স প্যাকের ভিডিও নিয়ে চরম উন্মাদনা

  বিনোদন ডেস্ক: আরিফিন শুভ যা করলেন এবং ভিডিওতে যা দেখালেন- সেটা সাধারণদের জন্য অবিশ্বাস্য বিষয়। আর এভাবেই অসাধারণ এক মানুষ হয়ে ধরা...

  এবার সাফের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিল

  স্পোর্টস ডেস্ক: চলতি মাসের সেপ্টেম্বরেই হওয়ার কথা ছিল ছেলেদের সাফ ফুটবল। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত এই প্রতিযোগিতার স্বাগতিক ছিল বাংলাদেশ। করোনার...

  করোনাকালের চাপ সামলাতে নতুন উইন্ডো ঘোষণা ফিফার

  স্পোর্টস ডেস্ক: করোনার ছোবলে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো বন্ধ হয়ে আছে। তাই ভবিষ্যতের চাপ সামলাতেই আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য ২০২২ সালের জানুয়ারিতে নতুন...