36 C
Dhaka
Friday, August 7, 2020
No menu items!
More

  করোনাভাইরাস: ‘এ’ রক্তের গ্রুপের আক্রান্তের সম্ভাবনা বেশি ‘ও’ গ্রুপের কম

  আন্তর্জাতিক ডেস্ক: ‘এ’ গ্রুপের রক্তের মানুষের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি বলে চীনের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে। ‘ও’ গ্রুপের মানুষের এই ভাইরাস প্রতিরোধী ক্ষমতা বেশি বলেও একই গবেষণায় উল্লেখ করা হয়েছে। গত ১১ মার্চ ওই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়।

  গতকাল মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোষ্টে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চীনের গবেষকরা উহান ও শেনজেনের ভাইরাস আক্রান্ত ২ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে এই গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে ‘এ’ গ্রুপের মানুষের আক্রান্তের হার বেশি এবং তাদের অবস্থাও অন্যদের তুলনায় গুরুতর ছিল।

  গবেষকরা এটাকে প্রাথমিক গবেষণা হিসেবে উল্লেখ করেছেন। তারা করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রক্তের গ্রুপ বিবেচনা করতে সরকার ও ’ চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছেন।

  এই গবেষণার নেতৃত্বে ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের ওয়াং জিংহুয়ান। তিনি বলেছেন, ‘যাদের রক্তের গ্রুপ ‘এ’ তাদের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই তাদের প্রতি বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়াতে হবে। এছাড়া, তাদের চিকিৎসায় অধিকতর যত্নের প্রয়োজন হতে পারে।’

  গবেষণাপত্রে বলা হয়েছে, ‘যাদের রক্তের ‘ও’ তাদের সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম ছিল।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মারা যাওয়া ২০৬ জনের ৮৫ জনের রক্তের গ্রুপ ‘এ’ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ‘ও’।

  সর্বশেষ

  দম্পতি রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত

  বিনোদন ডেস্ক: জনপ্রিয় নাট্যজন দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি...

  কাউনিয়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় পুকুরের পানিতে পড়ে মোঃ আনোয়ার হোসেন (৫) নামের এক শিশুর আজ শুক্রবার দুপুরে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

  গো-খাদ্যের দাম বৃদ্ধিতে কাউনিয়ায় গরুর খামারীদের মাথায় হাত

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিায় উপজেলায় গরুর খামারীদের মাথায় হাত, বর্তমানে গো-খাদ্য খরসহ অনান্য থাদ্যর দাম আকাশ ছোঁয়া। করোনার...

  রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত

  নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন। তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন।বাইসাইকেল চালিয়ে যাওয়ার...

  করোনা কেড়ে নিল আরও ২৭ প্রাণ, নতুন শনাক্ত ২৮৫১

  নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন...