36 C
Dhaka
Wednesday, September 30, 2020
No menu items!
More

  ইতালিতে ফের বেড়েছে করোনায় মৃতের সংখ্যা

  জাকির হোনেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : ইতালিতে ফের বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা। গত একদিনেই প্রাণ হারিয়েছেন ৪৭৪ জন। যা ২১ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ মৃত্যু, ঐদিন মৃতের সংখ্যা ছিল ৫৩৪ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।

  দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, মহামারী করোনায় গত একদিনে নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ৯০০ জন। গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯ হাজার ৩২৮ জন।

  তবে ইতালিতে ক্রমেই বাড়ছে সুস্থতার সংখ্যা। গত একদিনেই সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন করোনা রোগী।

  এদিকে ইতালিতে সুস্থতার সংখ্যা বাড়তে থাকায় খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালিতে। আগামী ৪ই মে লকডাউন শিথিল হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুনরায় ছন্দে ফিরে আসবে।

  ইতালিতে আগামী সোমবার থেকে শিথিল করা হবে লকডাউন। ইতিমধ্যে বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

  সোমবার লকডাউন শিথিল হওয়ার পর থেকে বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানগুলো চালু করে দেওয়া হবে জানিয়েছে সংশ্লিষ্টরা।

  সর্বশেষ

  বাবরি মসজিদ মামলায় আদভানিসহ সব আসামি বেকসুর খালাস

  নিউজ ডেস্ক: ২৮ বছর আগে করসেবকরা ধ্বংস করেন বাবরি মসজিদ। দীর্ঘ তিন দশক বাদে বুধবার (৩০ সেপ্টম্বর) আলোচিত সেই মামলার রায় ঘোষণা...

  শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত: সচিব

  নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...

  ঢাকা-১৮ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ তনভির শাকিল জয় আওয়ামী লীগের প্রার্থী

  নিউজ ডেস্ক: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক...

  ফিনান্সিয়াল টাইমসে প্রধানমন্ত্রীর নিবন্ধ: ‘বাংলাদেশে পানি জীবন মরণের বিষয়’

  নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও মহামারিকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ...

  দেশে প্রযুক্তি পণ্যের সংকট, এবার দাম বেড়েছে খুচরা বাজারে!

  নিউজ ডেস্ক: দেশের প্রযুক্তিবাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। ডিলার ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমদানিকারক ও পরিবেশকরা পণ্য সরবরাহ করতে না পারায় এই...