36 C
Dhaka
Sunday, September 27, 2020
No menu items!
More

  অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষা বৃহস্পতিবার

  আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে করোনাভাইরাসের পরীক্ষাধীন একটি ভ্যাকসিন মানব শরীরের প্রয়োগ করে পরীক্ষা শুরু হবে সপ্তাহেই- এ খবর আগেই জানা গিয়েছিলো। তবে এবার দিনক্ষণ জানালেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক। মঙ্গলবার (২১ এপ্রিল) ম্যাট হেনকক বলেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদলের তৈরি ভ্যাকসিন মানুষের শরীরের প্রয়োগ করে পরীক্ষা বৃহস্পতিবার শুরু হবে।

  ম্যাট হেনকক বলেন, সাধারণ সময়ে এ পর্যায়ে যেতে গবেষকদলের জন্য বছরখানেক সময় লাগে। তবে এখন পরিস্থিতি তেমন নয়। আমি খুবই গর্বিত যে, গবেষকরা এত কম সময়ে এত দূর এসেছেন।

  যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনা বিষয়ে তার নিয়মিত এ সংবাদ ব্রিফিংয়ে জানান, অক্সফোর্ড ইউনিভার্সিটির এই বিজ্ঞানীদের জন্য ২ কোটি পাউন্ড বরাদ্দ করা হয়েছে। এছাড়া লন্ডনের ইম্পেরিয়াল কলেজের আরেকদল গবেষকের জন্য আরও ২ কোটি ২৫ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণাও দেন তিনি।

  ম্যাট হেনকক বলেন, এসব গবেষণার ফলাফল বা কোন কিছুই নিশ্চিত নয়। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াটি হলো- একটি ‘ট্রায়াল এন্ড অ্যারর’ প্রক্রিয়া। বারবার পরীক্ষা করে ভুলগুলো চিহ্নিত করে ভ্যাকসিন নিখুঁত করা হয়। এটাই হলো ভ্যাকসিন তৈরির নিয়ম।

  করোনার এই ভ্যাকসিন নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুবই আশাবাদী। তাদের আশা, কয়েক মাসের মধ্যেই এই ভ্যাকসিনের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন বাঁচবে। ইতিমধ্যে এই ভ্যাকসিনটি প্রাণীদেহে প্রয়োগ করে দারুণ ফল পেয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা। এবার মানবদেহে প্রয়োগ করে ইতিবাচক ফল আসলে প্রাথমিকভাবে এ ভ্যাকসিনের ১০ লাখ ডোজ বানাবে অক্সফোর্ড।

  উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৭৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। এ ভাইরাসের কোন ভ্যাকসিন বা ওষুধ এখনও তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বজুড়ে ৭০টি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে। এর মধ্যে খুব কমই মানব শরীরের প্রয়োগ করে পরীক্ষার পর্যায়ে উন্নীত হয়েছে।

  সর্বশেষ

  লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

  লৌহজং হতে সংবাদদাতা: লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লৌহজং এ বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক কমিটি গঠিত। লৌহজং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা...

  করোনা মহামারীতে কাউনিয়া বণিক সমবায় সমিতির ৪ লাখ টাকা বিশেষ ঋণ প্রদান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ করোনা মহামারীতে রংপুরের কাউনিয়া উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হয়। তাদের ব্যবসায় সচল করার লক্ষে ৫নং কাউনিয়া...

  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ইন্তেকাল

  নিউজ ডেস্ক: চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।...

  দখল ও দূষণ বন্ধে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

  হেদায়েত হোসাইন,বাগেরহাট: নদী দখল এবং দূষণ বন্ধের আহ্বান জানিয়ে দিনব্যাপী বিশ্ব নদী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। রোববার সকালে পশুর এবং...

  যুগ যুগ ধরে পড়ে থাকা পরিত্যক্ত ভবনগুলো দেখার কেউ নেই!

  হেদায়েত হোসাইন,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনিক এলাকায় বিভিন্ন দপ্তরের কয়েকটি ভবন যুগ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নির্মিত ভবনগুলোর সংশ্লিষ্ট দপ্তরের...