36 C
Dhaka
Friday, September 25, 2020
No menu items!
More

  স্ত্রী-কন্যাদের কান্নায় মন গলেনি কারো, খোকন সাহার মুখাগ্নি করলেন কাউন্সিল খোরশেদ

  নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জে গলাচিপা এলাকায় করোনার উপসর্গ নিয়ে বাড়ির সিঁড়িতে পড়েই মারা যান এক ব্যবসায়ী। তবে নির্মম এই মৃত্যুর পর মরদেহ ছুঁয়েও দেখেনি তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। স্ত্রী কন্যাদের কান্না দেখেও মন গলেনি তাদের। মৃত ওই ব্যবসায়ী কালীরবাজারে একটি অভিজাত কনফেকশনারীর মালিক। তিনি স্ত্রী ও ছোট দুই মেয়ে নিয়ে বসবাস সেখানে করতেন।

  রোববার (২৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে খবর পেয়ে মরদেহ সংগ্রহ করেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ও তার দলের লোকজন সৎকার সম্পন্ন করেন। মৃতের সম্প্রদায় কিংবা তার স্বজনরা কেউ না আসায় মুখাগ্নি করেন কাউন্সিলর খোরশেদ নিজেই।

  স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তির বাড়িতে তার স্ত্রী ও দুটি ছোট ছোট মেয়ে আছেন। তার শারীরিক অবস্থা যখন খারাপ হয় তখন আশপাশের ফ্ল্যাটে থাকা তার বন্ধুদের এবং পরিচিত আত্মীয় স্বজনদের ডেকেছিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কেউ তার ডাকে সাড়া দেয়নি। পরে স্ত্রী ও ছোট দুই মেয়েই বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে নামিয়ে আনছিলেন। তবে নামানোর পথে সিঁড়িতেই তিনি মারা যান। এরপরও কেউ এগিয়ে আসেনি। পরে কাউন্সিলর খোরশেদকে খবর দেওয়া হয়।

  কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সকালের দিকে যখন তিনি করোনা পজিটিভ এক নারীর দাফন করছিলেন; তখন তার কাছে ফোন আসে। জানতে পারেন ওই ব্যবসায়ী মারা গেছেন। কিন্তু তার আত্মীয় স্বজন বিষয়টি ফোন করে জানালেও কেউ মরদেহের কাছে আসেনি।

  খোরশেদ বলেন, শহরের গলাচিপায় এলাকায় প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী তিনি। তিনিসহ তার ৭ বন্ধু মিলে একটি সাততলা ভবনটি তৈরি করেছিলেন। সেখানে থাকতেন। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই ভবনের তিন এবং চারতলার মাঝামাঝি সিঁড়িতে তার মরদেহ পড়ে আছে। পরে তার সৎকারের ব্যবস্থা করি।

  সর্বশেষ

  প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিতে মেহেরপুর রেল সংযোগ স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন...

  আদমদীঘির বড়পুল রেল ব্রীজে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাবনগর রেলওয়ে স্টেশনের মাঝে বড়পুল নামে পরিচিত রেল ব্রীজের ওপর রেল লাইনে ক্লিপ, নাট-বল্টু...

  স্বাস্থ্য অধিদপ্তরের সেই আমিনুল হাসানকে ফের ওএসডি করা হচ্ছে!

  নিউজ ডেস্ক: ফের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সেই আমিনুল হাসানকে। এ সংক্রান্ত নথি অনুমোদনের জন্য ঊর্ধ্বতনদের কাছে পাঠানো...

  মক্কায় ওমরাহ’র অনুমতি, তবে শেষ করতে হবে ৩ ঘণ্টায়

  নিউজ ডেস্ক: মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের।...

  দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬০০০ ছুঁই ছুঁই

  নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫...