36 C
Dhaka
Monday, September 21, 2020
No menu items!
More

  ভোলায় আপত্তির মুখে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে দাফন হলো মাজেদের

  নিউজ ডেস্ক: জন্মভিটা হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মজিদের মরদেহ ভোলার মাটিতে দাফন করতে স্থানীয়দের বাধা ও আপত্তির মুখে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হলো তাকে।

  শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে আবদুল মাজেদের ফাঁসির কার্যকর করা হয়। কিন্তু কোথায় দাফন হবে এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার পর রাত আড়াইটার দিকে তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের সদস্যদের কাছে। রাত সোয়া ৩টার পর আবদুল মাজেদের চাচা শ্বশুরের তত্ত্বাবধানে পরিবারের সদস্যরা কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তার মরদেহ নিয়ে রওনা হন নারায়ণগঞ্জের পথে।

  মাজেদের মরদেহ কেন্দ্রীয় কারাগার থেকে বের করতেই সেখানে উপস্থিত জনতা তার উদ্দেশ্যে জুতা ও ঝাড়ু ছুড়তে শুরু করেন।

  আবদুল মাজেদের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, নিজ বাড়ি ভোলায় নিয়ে দাফন করা হবে আবদুল মাজেদকে। কারা কর্তৃপক্ষও তেমনটিই জানতেন। তবে ভোলার স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর খুনির মরদেহ তাদের মাটিতে দাফন করতে না দেয়ার বিষয়ে অনড় অবস্থান নেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়। মাজেদের পরিবারও বিষয়টি জানতে পারেন। ফলে তার মরদেহটি ভোলায় নেয়া না নেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

  ফাঁসি কার্যকরের প্রায় তিন ঘণ্টা পর সিদ্ধান্ত হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হবে আবদুল মাজেদকে।

  জেল সুপার মাহবুবুল ইসলাম বলেন, ‘ফাঁসি কার্যকরের পর কিছু আনুষ্ঠানিকতা থাকে। সে আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল মাজেদের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। তবে লাশ দাফনে স্থানীয়দের কঠোর আপত্তি থাকায় ভোলার প্রশাসন কোনও ধরনের ঝুঁকি নিতে রাজি হয়নি। সে কারণে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে, মাজেদের লাশ শশুরবাড়ি সোনারগাঁওয়ে দাফন করা হয়।’

  সর্বশেষ

  বগুড়ায় ফেন্সিডিল-গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বগুড়া প্রতিবেদক: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং ওসি ডিবি মোঃ...

  বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে দুই আটক

  বগুড়া প্রতিবেদক: সোমবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সদরের কৈচর এলাকায় চলন্ত ট্রেনের নিচে ধাক্কা দিয়ে আনিসুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে...

  আওয়ামী মুক্তি যোদ্ধা প্রজন্ম লীগের টংগীবাড়ী শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  টংগীবাড়ী হতে সংবাদদাতা: আজ বিকেলে টংগীবাড়ী উপজেলা শাখা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ইমরান বেপারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত...

  প্রাথমিকে প্যানেল নিয়োগের দাবিতে বগুড়ায় স্মারকলিপি প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ স্থগিত(২০১৮) সালে অনুষ্ঠিত...

  ‘শেখ মুজিব: এ নেশন’স ফাদার’ বইয়ের মোড়ক উন্মোচন

  নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ‘শেখ মুজিব: এ নেশন’স ফাদার’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী...