36 C
Dhaka
Wednesday, December 2, 2020
No menu items!
More

  বরিশালে ক‌রোনা‌যোদ্ধাদের জন্য উন্নতমা‌নের ৭টি হোটেল বরাদ্দ

  নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা যোদ্ধা হিসেবে পরিচিত শতাধিক চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদের থাকার জন্য সাতটি থ্রি স্টার মানের হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা রোগীদের সেবা নিশ্চিত করে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ উদ্যোগ নিয়েছেন।

  শনিবার (২ মে) জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত হোটেলগুলো হলো- গ্রান্ড পার্ক, সেডোনা, এরিনা, এথেনা, ইস্টার্ন, আলি ইন্টারন্যাশনাল ও রোদেলা।

  শুক্রবার (১ মে) বিকেলে থি-স্টার মানের হোটেল গ্রান্ড পার্কে ১০ জন চিকিৎসক এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক এবং নার্স উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে চিকিৎসক ও নার্সসহ অন্যান্যরা উঠবেন।

  এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘শেবাচিমের চিকিৎসক-নার্সসহ অন্যান্যরা যাতে সুস্থ থেকে ও নিজ নিজ পরিবারকে সুরক্ষায় রেখে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে পারেন সেজন্যই হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।’

  এর আগে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বাস সার্ভিস চালু করা হয়। করোনাভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

  সর্বশেষ

  আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের...

  সাংসদ এমিলির সুস্থতার কামনায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল শুক্রবার

  প্রেস রিলিজ"মুন্সিগঞ্জ দুই আসনের মাননীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির করোনা পজিটিভ হইতে দ্রুত আরোগ্য কামনায় আগামী শুক্রবার ৪ ডিসেম্বর বাদ...

  সংসার ভাঙ্গা সহজ,গড়া কঠিন

  এম আর ফারজানা ইদানীং দেখছি সংসার ভাঙ্গার মাত্রা অনেকে বেড়ে গেছে। সামান্যএকটু কিছু হলেই দুজন দুদিকে চলে যাচ্ছে। আসলে...

  অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

  নিউজ ডেস্ক: অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

  ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার ভোট (তালিকা)

  নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয়...