36 C
Dhaka
Thursday, October 1, 2020
No menu items!
More

  পদ্মা সেতুর ২৭তম স্প্যান দৃশ্যমান ৪ হাজার ৫০ মিটার অবকাঠামো

  মিজানুর রহমান ঝিলুগতকাল শনিবার সকাল ৯টা ২০মিনিটে বসে গেলো পদ্মাসেতুর ২৭তম স্প্যানটি (সুপার স্ট্রাকচার)। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নম্বর খুঁটির উপর এ স্প্যানটি বসানো হয়েছে। আর ২৭তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান  হয়েছে। এর পূর্বে গত ১০ মার্চ ২৬তম স্প্যানটি বসানো হয়। ২৭তম স্প্যানটি সফলভাবে বসানোর ফলে বাকি রয়েছে আরও ১৪টি স্প্যান।     পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, দেশে করোনাভাইরাস আতঙ্ক থাকলেও পদ্মা সেতুর কাজ থেমে নেই। গত শুক্রবার স্প্যানটি ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ জাজিরা প্রান্তের ২৭ ও ২৮ নম্বর খুঁটির কাছে নিয়ে যাওয়া হয়। দেশী-বিদেশী প্রকৌশলীদের সহায়তায় গতকাল শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ৩ হাজার ১৪০টন ওজনের স্প্যানটিকে সেতুর ২৭ ও ২৮ নম্বর খুঁটির উপর বসানো হয়। প্রথমে ভাসমান ক্রেনটি নোঙর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় খুঁটির উচ্চতায়। তারপর দুই খুঁটির বিয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এভাবেই স্প্যানটি বসিয়ে দেয়া হয় খুঁটির উপর।      নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের আরও জানান, এপ্রিল মাসের মাঝামাঝি আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এ নিয়ে প্রস্তুতিও চলছে। আর আজ (গতকাল) শনিবার  ২৭তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুতে আর মাত্র ১৪টি স্প্যান বসানো বাকি থাকলো।     তবে একটি সূত্রে জানা যায়, করোনাভাইরাস আতঙ্কের কারণে পদ্মা সেতু প্রকল্পের দেশীয় শ্রমিকদের অধিকাংশই এখন ছুটিতে আছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রকৌশলীও রয়েছেন। এখন দেশীয় শ্রমিকেরা আগে জোড়া লাগানো স্প্যানে রং করার কাজ করছেন। তাঁরা যথেষ্ট সুরক্ষিত হয়েই সেতুর কাজ করছেন। সূত্র আরও জানায়, পদ্মা সেতুতে বসানোর জন্য এখনও পাঁচটি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে দুটিতে রং করার কাজ চলছে। শ্রমিকেরা ছুটি থেকে ফিরে এলে এ কাজের গতি আরও বাড়বে। এছাড়া আগামী ২০ এপ্রিল চীনে প্রস্তুত সর্বশেষ স্প্যান দুটি বাংলাদশের উদ্দেশ্যে শিপমেন্ট করা হবে।

  সর্বশেষ

  বাগেরহাটে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

  বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা থানার ওসি তদন্ত মফিজুর রহমানেরে বিরুদ্ধে ঘুষ গ্রহন, প্রতিপক্ষকে ষড়যন্ত্রমূলক মামলা করতে সহায়তা, নিরিহ একটি পরিবারকে হুমকী দেওয়াসহ...

  বাগেরহাটে ১ লাখ ৬৭ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ১ লক্ষ ৬৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলার ৯ উপজেলা...

  লৌহজংয়ে পদ্মার গ্রাসে বিলীন পদ্মা রিসোর্ট

  মো. ইমন হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার শাখা নদী সংলগ্ন চরে অবস্থিত ছিলো পদ্মা রির্সোট। পদ্মার নয়নাবিরাম সুন্দর সৌন্দর্য...

  বগুড়ার পালশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বৃহস্পতিবার সকালে শহরের পালশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। সকাল ১১ টায় উদ্বোধন...

  নন্দীগ্রামে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা অক্টোবর হতে ১৭ই অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন...