36 C
Dhaka
Monday, November 30, 2020
No menu items!
More

  টংগিবাড়ীতে উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে সঙ্গীদের পলায়ন

  নিজস্ব প্রতিনিধি- টংগিবাড়ী উপজেলার হাট বালিগাও উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী রেখে পালিয়েছেন সঙ্গীরা। জানাগেছে, রবিবার দুপুরে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে অজ্ঞাতনামা এক রোগী (৪০) নিয়ে আসেন দুই যুবক। এই সময় ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে ওই উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলাম বাচ্চু রোগীকে দ্রুত টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ভ্যান গাড়ি আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে গেলে কিছুক্ষন পর ওই রোগীর মৃত্যুু হয়। এ ব্যাপারে হাট বালিগাও উপ স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বাচ্চু জানান, দুপর ১২ টার দিকে ২ জন লোক এই রোগীকে নিয়ে এসে বলে তিনি গাছ থেকে পরে আহত হয়েছে। আমি এ সময় ওই রোগীকে শ্বাসকষ্টে ভোগতে দেখি। তখন রোগীর শরীরে গাছ থেকে পরে আহত হওয়ার কোন চিহৃ না দেখায় রোগীকে হাসপাতালের বারান্দায় রেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে তার সাথে থাকা দুইজন ভ্যান গাড়ি আনার কথা বলে চলে গিয়ে আর ফিরে আসেনি। কিছুক্ষন পরে ওই ব্যক্তি মারা যায়। নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলায়,সে টংগিবাড়ী উপজেলার বালিগাও বাজারে থেকে শ্রমিকের কাজ করতো বলে জানতে পেরেছি। নাম পরিচয় বিস্তরিত জানা যায়নি। মারা যাওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। পরে নির্বাহী কর্মকর্তা লোক পাঠিয়ে মৃত ব্যক্তির করোনা পরিক্ষার জন্য সোয়াব সংগ্রহ করিয়েছেন।

  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, নিহত ব্যাক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা এখনো বলা যাবেনা। নিহতের সোয়াব সংগ্রহ করা হয়েছে। টংগিবাড়ী থানা ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য সংগ্রহ চলছে।

  সর্বশেষ

  প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিলেন বাইডেন

  নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রেস টিমে যাদের নাম ঘোষণা করেছেন তাদের সকলেই নারী। দেশটির ইতিহাসে এ প্রথম...

  হঠাৎ স্থগিত চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর

  নিউজ ডেস্ক: চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গির ঢাকা সফর শেষ মুহূর্তে স্থগিত হয়ে। আগামীকাল ১ ডিসেম্বর তার ঢাকায় আসার কথা...

  করোনায় এবার হলদিয়া-কার পাশা পূজা সংসদের বার্ষিক একনাম মহাযজ্ঞ স্থগিত

  প্রেস রিলিজ: লৌহজংয়ের হলদিয়া কারপাশা পূজা সংসদ আয়োজিত একনাম মহাযজ্ঞ এবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে স্থগিত থাকবে বলে পূজা সংসদের সভাপতি বাবু...

  বিশ্বকাপে ফ্রান্সকে হারানো সেনেগালের সেই নায়কের মৃত্যু

  খেলাধুলা ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ২০০২ বিশ্বকাপে পা রেখেছিল ফ্রান্স জাতীয় দল। দলে জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, প্যাট্রিক ভিয়েরা, লিলিয়ান থুরামের মতো খেলোয়াড়েরা।

  করোনাকালে দোহা বিমানবন্দরে অন্য রকম এক ফুটবল–ভ্রমণ

  নিউজ ডেস্ক: দোহা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁরা দিব্যি হিন্দি বলে চলেছেন। ‘এধার মে আও, পাসপোর্ট দেখাইহঙ্গে’–জাতীয় হিন্দি শুনে থমকে দাঁড়ান যাত্রী।